সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

একটি দেশকে দুর্নীতিমুক্ত করতে ও দেশের সব মানুষকে সুন্দর করার কাজটি প্রথমে একজন বাবা একজন মা এবং একজন শিক্ষক করেন |

"একটি পুরোপুরি দুর্নীতিমুক্ত দেশে তিন ধরণের মানুষ থাকতে পারে তারা হলেন একজন বাবা  একজন মা এবং একজন শিক্ষক |"
"শিক্ষাবিদের উচিত শিক্ষার্থীদের মাঝে সৃজনশীল,উদ্যোগী শিক্ষার প্রসার করা, যাতে তার আদর্শের মডেল হতে পারে |"
"আপনি মন থেকে কাজ করছেন না তবে মনে রাখবেন এতে আপনি কেবল শুন্যতাই অর্জন করে চলেছেন |"
"সবসময় আমরা সাফল্যের জন্যে তৈরি না, আমরা ব্যর্থতার জন্যেও তৈরি |"
"একটা ব্যাপার লক্ষ করলাম, সবচেয়ে চটজলদি বিক্রি হয় সিগারেট এবং বিড়ি |আসছা গরিব লোকেরা এতো সস্তায় নিজের উপার্জন বাতাসে উড়ায় কেন? "
"শেষ সবসময় শেষ হয় না |"
"আপনার কাছে উত্তর নেই কোনো এক প্রশ্নেরই তাতে চিন্তিত হবেন না no শব্দের মানে হচ্ছে next opportunity অর্থ্যাৎ পরবর্তী সুযোগ |"
"তোমার কাজকে ভালবাসো কিন্তূ তোমার কোম্পানিকে ভালোবাসো না |কারণ তুমি হয়তো জানো না কখনও কোম্পানিটি তোমাকে ভালোবাসবে না |"
"হতাশ না হয়ে নিজেকে স্বপ্নপূরণের কাজটা কাছাকাছি নিজে যেতে পারছো, সেদিকে নজর রাখবে |কখনওই সাহস হারাবেনা |নিজের একটি দিনও যাতে বৃথা মনে না হয় সে চেষ্টা করো |"
"একটি দেশকে যদি দুর্নীতিমুক্ত করতে হয় ও দেশের সব মানুষকে যদি সুন্দর মনের করে গড়ে তুলতে হয় তাহলে আমি মনে করি সমাজের তিন ধরনের মানুষ সে কাজটি করতে পারেন তারা হলেন -একজন বাবা ,একজন মা এবং একজন শিক্ষক |"

'প্রকৃতিকে ভালোবাসো এবং তার আশীর্বার্নির মূল্য দাও, তবেই তুমি ঈশ্বরত্বকে সর্বত্র খুঁজে পাবে |' কিছু ঘটনা আমার দিগন্তকে আলোকিত করেছিল |আমার মুখে হাসি ফুটিয়েছিল, আমায় শিক্ষাদান করেছিল এবং দেশের মানুষের ভালোবাসা আমায় প্রতিশ্রুতিবদ্ধ করেছিলো |
                 (এ পি জে আব্দুল কালাম )

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সংখ্যায় কম হলেও বিশ্বাস ও কর্ম পরিকল্পনা থাকলে বিপ্লবে জয়ী হওয়া যায়।

"আমি ৮২ জনকে বিপ্লব শুরু করি। তা যদি আমাকে আবার করতে হয়,তবে আমি ১০ বা ১৫ জনকে নিয়ে করব এবং সম্পূর্ণ বিশ্বাস নিয়ে করব। সংখ্যায় আপনি কত কম,সেটা কোনো বিষয় নয়,যদি আপনার বিশ্বাস ও পরিকল্পনা থাকে।" "বিপ্লবের সবেচয়ে বড় উপকার হচ্ছে,আমার যৌনকর্মীরাও গ্র্যাজুয়েট। " "নিয়তি হচ্ছে যুদ্ধ, যা আমি যুক্তরাষ্ট্রের সঙ্গে করতে যাচ্ছি।" "আমার নিন্দা করুণ। এটা কোনো গুরুত্ব পাবে না। ইতিহাস আমাকে অব্যাহতি দেবে।" "কিউবার মডেল আমাদের জন্য আর কাজে আসবে না।" "৮০ বছরে পৌঁছাতে পেরে আমি সত্যি খুশি। আমি তা কখনো আশা করিনি,অন্তত এমন প্রতিবেশী পাওয়ার কথা ভাবি, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর যে প্রতিবেশী প্রতিদিন আমাকে হত্যার চেষ্টা করেছে।" (ফিদেল কাস্ত্রো)

ভীরু কাপুরুষেরা নয়, সাহসীরাই ইতিহাস রচনা করে |

"আমি সব সময় বিশ্বাস করি কাপুরুষ কখনও ইতিহাস রচনা করতে পারে না, ইতিহাস সৃষ্টি করে মানুষ, যাদের মধ্যে সাহস এবং প্রাজ্ঞতা আছে |সাহসিকতা একক, প্রাজ্ঞতা আসে অভিজ্ঞতা থেকে | "  "দ্রুত কিন্তূ কৃত্রিম আনন্দের পিছনে না ছুটে, বরং নিখাদ সাফল্য অর্জনের জন্য আরো বেশি নিবেদিত প্রাণ হও |" "প্রতিদিন সকালে এই পাঁচটি লাইন বল  (1)আমি সেরা , (2)আমি করতে পারি, (3)সৃষ্টিকর্তা সবসময় আমার সঙ্গে আছে, (4)আমি জয়ী ও (5)আজ দিনটা আমার |" "প্রশংসা করতে হবে প্রকাশ্যে কিন্তূ সমালোচনা ব্যক্তিগতভাবে |" "বিজয়ী হওয়ার সর্বোত্তম পন্থা হচ্ছে বিজয়ী হওয়ার দরকার নেই মনে করা |তুমি যখন স্বাভাবিক আর সন্দেহ মুক্ত থাকবে তখন তুমি ভালো ফলাফল করতে পারবে |" "যে অন্যদের জানে সে শিক্ষিত |কিন্তূ জ্ঞানী হল সেই ব্যক্তি যে নিজেকে জানে |জ্ঞান ছাড়া শিক্ষা কোন কাজে আসে না |" "একটা বাড়ির তুলনায় একটা দরজা অনেক ছোট |একটি দরজার তুলনায় একটি তালা অনেক ছোট, একটি চাবিকাঠি তাদের থেকেও অনেক ছোট |কিন্তূ একটি চাবিকাঠিই পারে ওই বড় বাড়িটিতে প্রবেশ করাতে |এইভাবে একটি ছোট চিন্তাশীল ...

তরুনের ধর্মই হচ্ছে নতুন কিছু করা

"নতুন কিছু করাই তরুনের ধর্ম |" "জীবনে দুটি দুঃখ আছে | একটি হল তোমার ইচ্ছা অপূর্ণ থাকা, অন্যটি হল ইচ্ছা পূর্ণ হলে আরেকটির প্রত্যাশা করা |" "প্রেম হল সিগারেটের মতো,যার শুরু হল অগ্নি দিয়ে আর শেষ পরিণতি ছাইয়েতে |" "জীবনে মাত্র দুটি ট্র্যাজেডি একটা হল আকাঙ্ক্ষা করে কিছু  না পাওয়া অন্যটি কিছু পাওয়া |" "বিদ্বান লোক বড়ই কুঁড়ে, সে পড়াশুনা করেই সময় নষ্ট করে |" "হোটেলের সেরা ব্যাপার হল-এটি নিজের ঘর নয়|" "অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে নিজেকে বরং উপযোগী করে তোলো যাতে অন্যেরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে |" "নির্বাচন যুদ্ধের মতোই ভয়াবহ |প্রথমটিতে মানুষ রক্তস্মাত হয়, আর দ্বিতীয়টিতে কাদায় মাখামাখি হয়ে যাবার মতো অবস্থা হয় |" "যখন একা থাকার অভ্যেস হয়ে যায়, ঠিক তেমনি সৃষ্টিকর্তা কিছু মানুষের সন্ধান দেন |যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাস হয়ে যায়, ঠিক তখনি আবার একা হয়ে যেতে হয় |" "আর্থিক নিরাপত্তার জন্য করা বিবাহ হচ্ছে স্রেফ আইনসঙ্গত পতিতাবৃত্তি |" "যে পারে সে করে |যে পার...