নারীদেরকে সৃষ্টিকর্তা পূর্ণতা দিয়েই পাঠিয়েছেন শুধু পূর্ণতাই না ,অতিরিক্ত দিয়ে দিয়েছেন তাই তো আমরা "অপূর্ণ পুরুষ "পূর্ণ হতে এই নারীদের প্রয়োজন হয় |
কেউ কাউকে ছাড়া বাঁচবে না এটা খুব বাজে রকমের মিথ্যে কথা |
সবাই বাঁচে, খুব ভালো ভাবেই বাঁচে |
মরে যাই শুধু স্বপ্নগুলো |
বিরক্তকর কোন মানুষ ফ্রড হতে পারে না |
পৃথিবীতে ফ্রড মাত্রই ইন্টারেস্টিং কেরেক্টার হয় |
"একা থাকাটা কোন দুর্বলতা নয়,
একা থাকতে পারাটা একটা যোগ্যতা|
সবাই একা থাকতে পারে না |"
পৃথিবীতে কিছু কিছু মানুষ সম্ভবত কষ্ট পাবার জন্য জন্মায় |টাকা পয়সার কষ্ট নয় -মানসিক কষ্ট |
স্বার্থ ছাড়া পৃথিবীতে কিছুই নেই |
জোছনার স্বার্থেই তো মানুষ চাঁদকে এতো বেশী ভালোবাসে |
"যত্ন করে কাঁদানোর জন্য খুব
আপন মানুষগুলোই যথেষ্ট |"
"মানুষের কষ্ট দেখাও কষ্টের কাজ "
"যুদ্ধ এবং প্রেমে কোনো কিছু পরিকল্পনা মতো হয় না |"
"জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনও মিলেনা, কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না |"
কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায় |তাঁদের ভালোলাগা মন্দলাগা, ব্যাথা বেদনা গুলো বলার মত কেউ থাকে না |তাঁদের কিছু অব্যাক্ত কথা মনের গভীরেই রয়ে যায়, আর কিছু স্মৃতি এক সময় পরিণত হয় দীর্ঘশ্বাসে |"
"বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুঁকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে |"
"ক্লান্ত চোখ ও ক্লান্ত চোখের পাতা তাহার চেয়েও ক্লান্ত আমার পা |মাঝ উঠোনে সাধের আসন পাতা একটু বসি ?জবাব আসে 'না' |"
"অসংখ্য কষ্ট, যন্ত্রণা পেয়েও মেয়েরা মায়ারটানে একটা ভালোবাসা, একটা সম্পর্ক ,একটা সংসার টিকিয়ে রাখতে চাই |এই জন্য মেয়েরা মায়াবতী আর মায়াবতী কোনো পুরুষবাচক শব্দ নেই |"
"ঘর খুলিয়া বাহির হইয়া jochna ধরতে যায় ;হাত ভর্তি চান্দের আলো ধরতে গেলে নাই |"
"অসুন্দর মেয়েদেরও মাঝে মাঝে অপরূপ রূপবতী মনে হয়, যেমন গায়ে -হলুদের দিন |শুধু এই দিনটিতেই কোনো বিচিত্র কারণে তারা দেবীমূর্তির মতো হয়ে যায় |"
"মায়ের অভিশাপ কখনো সন্তানের গায়ে লাগেনা |দোয়া গায়ে লাগে ,অভিশাপ গায়ে লাগেনা |হাঁসের গায়ের পানির মত অভিশাপ ঝরে পড়ে যায় |"
" আমি আমার নিজের দেশ নিয়ে অসম্বভ রকম আশাবাদী |আমাকে যদি একশোবার জন্মাবার সুযোগ দেয়া হয় আমি একশোবার এই দেশেই জন্মাতে চাইবো |"এই দেশের বৃষ্টিতে ভিজতে চাইবো |এই দেশের বাঁশবাগানে জোছনা দেখতে চাইবো |"
(হুমায়ুন আহমেদ )
কেউ কাউকে ছাড়া বাঁচবে না এটা খুব বাজে রকমের মিথ্যে কথা |
সবাই বাঁচে, খুব ভালো ভাবেই বাঁচে |
মরে যাই শুধু স্বপ্নগুলো |
বিরক্তকর কোন মানুষ ফ্রড হতে পারে না |
পৃথিবীতে ফ্রড মাত্রই ইন্টারেস্টিং কেরেক্টার হয় |
"একা থাকাটা কোন দুর্বলতা নয়,
একা থাকতে পারাটা একটা যোগ্যতা|
সবাই একা থাকতে পারে না |"
পৃথিবীতে কিছু কিছু মানুষ সম্ভবত কষ্ট পাবার জন্য জন্মায় |টাকা পয়সার কষ্ট নয় -মানসিক কষ্ট |
স্বার্থ ছাড়া পৃথিবীতে কিছুই নেই |
জোছনার স্বার্থেই তো মানুষ চাঁদকে এতো বেশী ভালোবাসে |
"যত্ন করে কাঁদানোর জন্য খুব
আপন মানুষগুলোই যথেষ্ট |"
"মানুষের কষ্ট দেখাও কষ্টের কাজ "
"যুদ্ধ এবং প্রেমে কোনো কিছু পরিকল্পনা মতো হয় না |"
"জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনও মিলেনা, কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না |"
কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায় |তাঁদের ভালোলাগা মন্দলাগা, ব্যাথা বেদনা গুলো বলার মত কেউ থাকে না |তাঁদের কিছু অব্যাক্ত কথা মনের গভীরেই রয়ে যায়, আর কিছু স্মৃতি এক সময় পরিণত হয় দীর্ঘশ্বাসে |"
"বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুঁকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে |"
"ক্লান্ত চোখ ও ক্লান্ত চোখের পাতা তাহার চেয়েও ক্লান্ত আমার পা |মাঝ উঠোনে সাধের আসন পাতা একটু বসি ?জবাব আসে 'না' |"
"অসংখ্য কষ্ট, যন্ত্রণা পেয়েও মেয়েরা মায়ারটানে একটা ভালোবাসা, একটা সম্পর্ক ,একটা সংসার টিকিয়ে রাখতে চাই |এই জন্য মেয়েরা মায়াবতী আর মায়াবতী কোনো পুরুষবাচক শব্দ নেই |"
"ঘর খুলিয়া বাহির হইয়া jochna ধরতে যায় ;হাত ভর্তি চান্দের আলো ধরতে গেলে নাই |"
"অসুন্দর মেয়েদেরও মাঝে মাঝে অপরূপ রূপবতী মনে হয়, যেমন গায়ে -হলুদের দিন |শুধু এই দিনটিতেই কোনো বিচিত্র কারণে তারা দেবীমূর্তির মতো হয়ে যায় |"
"মায়ের অভিশাপ কখনো সন্তানের গায়ে লাগেনা |দোয়া গায়ে লাগে ,অভিশাপ গায়ে লাগেনা |হাঁসের গায়ের পানির মত অভিশাপ ঝরে পড়ে যায় |"
" আমি আমার নিজের দেশ নিয়ে অসম্বভ রকম আশাবাদী |আমাকে যদি একশোবার জন্মাবার সুযোগ দেয়া হয় আমি একশোবার এই দেশেই জন্মাতে চাইবো |"এই দেশের বৃষ্টিতে ভিজতে চাইবো |এই দেশের বাঁশবাগানে জোছনা দেখতে চাইবো |"
(হুমায়ুন আহমেদ )
sothik kotha
উত্তরমুছুনধন্যবাদ
উত্তরমুছুন