সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

গাছের সঙ্গে মানুষের কিছু মিল খুঁজে পাওয়া যায়

"মানুষের সঙ্গে গাছের অনেক মিল আছে |সবচেয়ে বড় মিল হলো,গাছের মত মানুষেরও
শিকড় আছে |শিকড় উপড়ে ফেললে গাছের মৃত্যু হয়, মানুষেরও এক ধরণের মৃত্যু হয়|মানুষের নিয়তি হচ্ছে তাঁকে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র মৃত্যুর ভিতর দিয়ে অগ্রসর হতে হয় চূড়ান্ত মৃত্যুর দিকে |"
"একজন মানুষকে সত্যিকার ভাবে জানার উপায় হচ্ছে তার স্বপ্নটা জানা |"
"কিছু মানুষ ধরেই নিয়েছে তাঁরা যা ভাবছে তাই ঠিক |এদের জগৎটাই সত্যি যোগত |এরা রহস্য খুজবে না |এরা স্বপ্ন দেখবে না "
"জোছনা দেখতে দেখতে, আমার হঠাৎ মনে হলো, প্রকৃতির কাছে কিছু চাইতে নেই, কারণ প্রকৃতি মানুষের কোনো ইচ্ছাই অপূর্ন রাখে না |"
"পৃথিবীতে অসংখ্য খারাপ মানুষ আছে ,কিন্তূ একজনও খারাপ বাবা নেই |"
"হাসলে খুব সহজেই মানুষকে চেনা যায় |সব মানুষ একই ভঙ্গীতে কাঁদে কিন্তূ হাসার সময় একেক জন একেক রকম করে হাসে |"


"নিজের ছার্টিফিকেট নিজেই দিও না |খেয়াল করে দেখো যে, সবাই তোমাকে কি ভাবে |তাঁদের
কাছেই ছার্টিফিকেট নাও |নিজের সমালোচনা করেই দেখ না, শুদ্ধ হওয়া কঠিন কিছু না |"
"আমি কখনো অতিরিক্ত কিছু দিন বাঁচার জন্য সিগারেটের আনন্দ ছাড়ার জন্য প্রস্তুত ছিলাম না |আমি ভেবেই রেখেছিলাম ডাক্তারকে বলবো, আমি একজন লেখক | নিকোটিনের বিষ আমার শরীরের প্রতিটি কোষ আক্রান্ত |তোমরা আমায়
চিকিৎসা করো;কিন্তূ আমি সিগারেট ছাড়বো না |
তাহলে কেনো ছাড়লাম?
পুত্র নিনিত হামাগুড়ি থেকে হাঁটা শিখেছে |বিষয়টা পুরোপুরি রপ্ত করতে পারে নি |দু -এক পা হেটে ধুম করে পরে যায় |ব্যথা পেয়ে কাঁদে |
একদিন বসে আছি  |টিভিতে খবর দেখছি |হঠাৎ চোখ গেলো নিনিতের দিকে  |সে হামাগুড়ি পজিশন থেকে উঠে দাঁড়িয়েছে  |হেটে হেটে এগিয়ে আসছে আমার দিকে |তার ছোট শরীর টলমল করছে |যেকোনো সময় পরে যাবে এমন অবস্থা |আমি ডান হাতে তার দিকে বাড়িয়ে দিতেই সে হাঁটা বাদ দিয়ে দৌড়ে হাতের ওপর ঝাঁপিয়ে পরে বিশ্বজয়ের ভঙ্গীতে হাসলো |তখনই মনে হলো, এই ছেলেটার সঙ্গে আরো কিছুদিন আমার থাকা উচিত  |সিগারেটের ছাড়ার সিধান্ত সেই মুহূর্তে নিয়ে নিলাম |"

"ছেলেদের জন্য পৃথিবীতে সব চাইতে মূল্যবান হলো মেয়েদের হাসি |"
"মানুষের বেঁচে থাকার জন্য ,অপেক্ষা নামের ব্যাপারটি খুব প্রয়োজন |অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার টনিক মানুষের বেঁচে থাকার জন্য অপেক্ষা নামের ব্যাপারটি খুব প্রয়োজন |অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার টনিক |"
"এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তূ অসম্ভব কিছুই না |কারো জন্য কারো জীবন থেমে থাকে না ,জীবন তার মতোই প্রবাহিত হবে |তাই যেটা ছিলো না সেটা না পাওয়ায় থাক, সব পেয়ে গেলে জীবনটাও একঘেয়েমি হয়ে যায় |মনে রেখো পৃথিবীর সকল কষ্টই ক্ষণস্থায়ী |"
"যখন  মানুষের খুব প্রিয় কেউ তাঁকে অপছন্দ, অবহেলা কিংবা ঘৃণা করে তখন প্রথম প্রথম মানুষ খুব কষ্ট পায় এবং চাই যে সব ঠিক হয়ে যাক |কিছুদিন পর সে আগের চেয়েও অনেকবেশী খুশি থাকে যখন সে বুঝতে পারে যে কারো ভালোবাসা জীবনে অনেক কিছুই আসে যায় কিন্তূ কারো অবহেলায় সত্যিই আসে যায় না |"
                       (হুমায়ুন আহমেদ )

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সংখ্যায় কম হলেও বিশ্বাস ও কর্ম পরিকল্পনা থাকলে বিপ্লবে জয়ী হওয়া যায়।

"আমি ৮২ জনকে বিপ্লব শুরু করি। তা যদি আমাকে আবার করতে হয়,তবে আমি ১০ বা ১৫ জনকে নিয়ে করব এবং সম্পূর্ণ বিশ্বাস নিয়ে করব। সংখ্যায় আপনি কত কম,সেটা কোনো বিষয় নয়,যদি আপনার বিশ্বাস ও পরিকল্পনা থাকে।" "বিপ্লবের সবেচয়ে বড় উপকার হচ্ছে,আমার যৌনকর্মীরাও গ্র্যাজুয়েট। " "নিয়তি হচ্ছে যুদ্ধ, যা আমি যুক্তরাষ্ট্রের সঙ্গে করতে যাচ্ছি।" "আমার নিন্দা করুণ। এটা কোনো গুরুত্ব পাবে না। ইতিহাস আমাকে অব্যাহতি দেবে।" "কিউবার মডেল আমাদের জন্য আর কাজে আসবে না।" "৮০ বছরে পৌঁছাতে পেরে আমি সত্যি খুশি। আমি তা কখনো আশা করিনি,অন্তত এমন প্রতিবেশী পাওয়ার কথা ভাবি, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর যে প্রতিবেশী প্রতিদিন আমাকে হত্যার চেষ্টা করেছে।" (ফিদেল কাস্ত্রো)

ভীরু কাপুরুষেরা নয়, সাহসীরাই ইতিহাস রচনা করে |

"আমি সব সময় বিশ্বাস করি কাপুরুষ কখনও ইতিহাস রচনা করতে পারে না, ইতিহাস সৃষ্টি করে মানুষ, যাদের মধ্যে সাহস এবং প্রাজ্ঞতা আছে |সাহসিকতা একক, প্রাজ্ঞতা আসে অভিজ্ঞতা থেকে | "  "দ্রুত কিন্তূ কৃত্রিম আনন্দের পিছনে না ছুটে, বরং নিখাদ সাফল্য অর্জনের জন্য আরো বেশি নিবেদিত প্রাণ হও |" "প্রতিদিন সকালে এই পাঁচটি লাইন বল  (1)আমি সেরা , (2)আমি করতে পারি, (3)সৃষ্টিকর্তা সবসময় আমার সঙ্গে আছে, (4)আমি জয়ী ও (5)আজ দিনটা আমার |" "প্রশংসা করতে হবে প্রকাশ্যে কিন্তূ সমালোচনা ব্যক্তিগতভাবে |" "বিজয়ী হওয়ার সর্বোত্তম পন্থা হচ্ছে বিজয়ী হওয়ার দরকার নেই মনে করা |তুমি যখন স্বাভাবিক আর সন্দেহ মুক্ত থাকবে তখন তুমি ভালো ফলাফল করতে পারবে |" "যে অন্যদের জানে সে শিক্ষিত |কিন্তূ জ্ঞানী হল সেই ব্যক্তি যে নিজেকে জানে |জ্ঞান ছাড়া শিক্ষা কোন কাজে আসে না |" "একটা বাড়ির তুলনায় একটা দরজা অনেক ছোট |একটি দরজার তুলনায় একটি তালা অনেক ছোট, একটি চাবিকাঠি তাদের থেকেও অনেক ছোট |কিন্তূ একটি চাবিকাঠিই পারে ওই বড় বাড়িটিতে প্রবেশ করাতে |এইভাবে একটি ছোট চিন্তাশীল ...

তরুনের ধর্মই হচ্ছে নতুন কিছু করা

"নতুন কিছু করাই তরুনের ধর্ম |" "জীবনে দুটি দুঃখ আছে | একটি হল তোমার ইচ্ছা অপূর্ণ থাকা, অন্যটি হল ইচ্ছা পূর্ণ হলে আরেকটির প্রত্যাশা করা |" "প্রেম হল সিগারেটের মতো,যার শুরু হল অগ্নি দিয়ে আর শেষ পরিণতি ছাইয়েতে |" "জীবনে মাত্র দুটি ট্র্যাজেডি একটা হল আকাঙ্ক্ষা করে কিছু  না পাওয়া অন্যটি কিছু পাওয়া |" "বিদ্বান লোক বড়ই কুঁড়ে, সে পড়াশুনা করেই সময় নষ্ট করে |" "হোটেলের সেরা ব্যাপার হল-এটি নিজের ঘর নয়|" "অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে নিজেকে বরং উপযোগী করে তোলো যাতে অন্যেরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে |" "নির্বাচন যুদ্ধের মতোই ভয়াবহ |প্রথমটিতে মানুষ রক্তস্মাত হয়, আর দ্বিতীয়টিতে কাদায় মাখামাখি হয়ে যাবার মতো অবস্থা হয় |" "যখন একা থাকার অভ্যেস হয়ে যায়, ঠিক তেমনি সৃষ্টিকর্তা কিছু মানুষের সন্ধান দেন |যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাস হয়ে যায়, ঠিক তখনি আবার একা হয়ে যেতে হয় |" "আর্থিক নিরাপত্তার জন্য করা বিবাহ হচ্ছে স্রেফ আইনসঙ্গত পতিতাবৃত্তি |" "যে পারে সে করে |যে পার...