সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

মানুষের বিচার করতে হলে চরিত্র দেখে করা উচিত, গায়ের রং দেখে নয়

"আমার স্বপ্ন আমার চারতে ছেলে একই দেশে বাস করবে, যেখানে গায়ের রং দেখে নয়, চরিত্র দেখে মানুষের বিচার হবে |"
"সবকিছুর শেষে আমরা আমাদের শত্রুদের কথা মনে রাখবো না,কিন্তূ বন্ধুর নীরবতা মনে রাখবো|"
"মানুষের অগ্রগতি স্বয়ংক্রিয় বা অনিবার্য নয়-বিচারের জন্য প্রতিটি পদক্ষেপ আত্মত্যাগ, আত্মহুতি ও দুঃখ -সংগ্রামের প্রয়োজন |"
"আমাদের সীমিত হতাশা স্বীকার করতে,কিন্তূ অসীম আশা হারাবেন না |"
"অন্ধকার, অন্ধকারকে দূর করতে পারে না, তার জন্য আলোর প্রয়োজন তেমনি ঘৃণাকে ঘৃণা দ্বারা দূর করা যাবে না, তার জন্য ভালোবাসা দরকার|"
"যেকোনো জায়গায় অবিচারই, সর্বদা ন্যায়বিচারের জন্য হুমকি |"
"ভালোবাসাই একমাত্র শক্তি যা শত্রুকে বন্ধু করতে পারে |"
"স্বাধীনতা কখনও স্বেচ্ছায় নিপীড়িত ব্যক্তি দ্বারা দেওয়া হয় না, এটা নিপীড়িতদের দ্বারা দামী করা আবশ্যক |"
"আমাদের ভাইদের মতো একসাথে থাকতে বা বোকাদের মতো একসাথে থাকতে শিখতে হবে|"


"আমরা সবাই আলাদা আলাদা জাহাজে আসতে পারি ,কিন্তূ আমরা এখন নৌকায় আছি |"
"যদি উড়তে না পার, তবে দৌড়াও ;যদি দৌড়াতে না পার, তবে হাঁটো, হাঁটতে না পারলে হামাগুড়ি দাও--যে অবস্থাতেই থাকো,এগিয়ে চলা বন্ধ করবে না |"
"যদি তোমার সামনে হতাশার কালো পাহাড় এসে দাঁড়ায়, তুমি তাতে আশার সুড়ঙ্গ বাটতে শুরু করো |"
"আমাদের দিন শুরু হয়, যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলির নীরব হয়ে যাওয়ার মধ্যে দিয়ে|"
"পৃথিবীতে তেমন কিছু বিপদজনক নেই, নিখুঁত অজ্ঞতা ও নির্দয় বুদ্ধিমত্তার তুলনায়|"
"সঠিক সময় সবসময় সঠিকই করো |"
"বিশ্বাস হল প্রথম পদক্ষেপ আপনি পুরোটা দেখতে পান না |"


"একটি মানুষের চূড়ান্ত পরিমাপ যখন তিনি আরামেও সুবিধার মধ্যে আছেন, তখন নয়, তখন করো যখন তিনি চ্যালেঞ্জ এবং বিতর্কের সময়ে দাঁড়িয়ে |"
"কেউ কেউ তোমাকে পছন্দ করে না |ব্যাপারটা এমন নয় যে তুমি তার কোন ক্ষতি করেছ |তবু ,তুমি স্রেফ তার কাছে অপছন্দের মানুষ |তোমার হাঁটা -চলা কথাবার্তা অনেকের কাছেই ভালো লাগবে না |কেউ হয়তো তোমাকে অপছন্দ করে, কারন তুমি তার চেয়ে ভালো কাজ জানো |তুমি জনপ্রিয়, তোমাকে লোকে পছন্দ করে, সেটাই অপছন্দনীয় হওয়ার কারন হতে পারে |তোমার চুল তার চেয়ে সামান্য বড় বা ছোট ,তোমার গায়ের রং তার চেয়ে খানিকটা উজ্জ্বল বা অনুজ্জ্বল -হয়তো কারণটা এমন |কারণ কেবল কারো ক্ষতি করলেই তুমি অপছন্দের পাত্র হবে, তা নয় |অপছন্দ ব্যাপারটা আসে ঈর্ষাকাতরতা  থেকে |মানুষের সহজাত চরিত্রই এই অনুভূতির প্রভাব আছে |"

                   (মার্টিন লুথার কিং)

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিদ্রোহীদের মাথা সবসময় উঁচু থাকে,কারণ তারা ন্যায়ের পক্ষে

"বিদ্রোহী মানে কাউকে না মানা নয় যা বুঝিনা তা মাথা উঁচু করে বুঝি না বলা |" "তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন |" "নুড়ি হাজার বছর ঝরনায় ডুবে থেকেও রস পায় না |" "আমরা সবাই পাপী ;আপন পাপের বাটখারা দিয়ে ;অন্যের পাপ মাপি !" "তোমার আমায় ভালোবাসো তাইতো আমি কবি, আমার এ রূপ সে, যে তোমার ভালোবাসার ছবি " "তুমি সুন্দর টাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ? " "ভালোবাসা দিয়ে ভালোবাসা না পেলে তার জীবন দুঃখের ও জরটার |" "ভালোবাসা যে জীবনে অপমান করে, সে জীবনে আর ভালোবাসা পায় না |" "যাকে সত্যিকার ভালোবাসা যায় ,সে অতি অপমান, আঘাত করলেও, হাজার ব্যথা দিলেও তাকে ভুলে যায় না |" "ভালোবাসার কোনো অর্থ বা পরিমান নেই |" "মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রনা যে কতো কঠিন, কত ভয়ানক তা একমাত্র ভুক্তভুগিই অনুভব করতে পারে |" "বিশ্বাস কর'ন, আমি কবি হতে আসিনি |আমি নেতা হতে আসিনি, আমি প্রেমদিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম |সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন চিরদ

সাহসীরাই বড় কাজ করে থাকে আর দুর্বলেরা করে পাপ

"সাহসী লোকেরাই কেবল বড় বড় কাজ করতে পারে |" "যে মানুষ বলে -তার আর শেখার কিছুই নেই সে আসলে মরতে বসেছে |যতদিন বেঁচে আছো -শিখতে থাক |" "জগতে পাপ বলে যদি কিছু থাকে, দুর্বলতাই হল সেই পাপ ,সর্বপ্রকার দুর্বলতা ত্যাগ কর -দুর্বলতাই মৃত্যু, দুর্বলতাই পাপ |" "কাপুরুষরাই পাপ কাজ করে, মিথ্যা কথা বলে |বীর কখনও পাপ করে না|হে বীর হৃদয় যুবকবৃন্দ -এগিয়ে যাও |লক্ষ লক্ষ মানুষ ক্রমশ ডুবছে, তাদের উদ্ধার কর |মৃত্যু না হওয়া পর্যন্ত -এটাই আমাদের মূলমন্ত্র |" "যে, অপরকে স্বাধীনতা দিতে প্রস্তুত নয়, সে কখনই স্বাধীনতা পাইবার যোগ্য নহে |দাসেরা শক্তি চায়, অপরকে দাস বানিয়ে রাখার জন্য |" "আমাদের জাতের কোনো ভরসা নেই, কোনো একটা স্বাধীন চিন্তা -কাহারও মাথায় আসে না, সেই ছেড়া কাঁথা নিয়ে টানাটানি |" "যা পারো নিজে করে যাও, কারও ওপর আশা বা ভরসা কোনোটাই করো না |" "জগতে এখন একান্ত প্রয়োজন হল চরিত্র, জগৎ এখন তাদের চায় -যাঁদের জীবন প্রেমদিপ্ত ও স্বার্থশুন্য |" "কারোর ওপর প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েকদিন থাকে কিন্তূ কাউকে ক্ষমা করার আনন্দ স

ভালোবাসা একটি গুরুতর মানসিক রোগ

"ভালোবাসা একটি গুরুতর মানসিক রোগ|" "ভালোবাসার সংস্পর্শে সবাই কবি হয়ে যায় (অন্য হৃদয়ের সাড়া পাওয়ার আগে পর্যন্ত প্রতিটি হৃদয় একটি অসম্পূর্ণ গান গেয়ে চলে |যারা গাইতে চায় তারা সব সময়ই একটি গান খুঁজে পায় |ভালোবাসার সংস্পর্শে সবাই কবি হয়ে যায় |)" "প্রেম হল মানসিক ব্যাধি |" "ভালোবাসা একটি সামরিক সমাধী  " "পাপাত্ম ঐ ব্যাক্তি যে মানুষের মন্দ কাজ প্রকাশ করে আর ভালো কাজ গোপন |" "বন্ধুদের মধ্যে সব কিছুতেই একতা থাকে |" "বন্ধুর সাথে এমন ব্যবহার কর যেন বিচারকের শরণাপন্ন হতে না হয় |" "যুবকদের তুলনায় বুড়োদের রোগ-ব্যাধি অনেক কম | কিন্তূ যা থাকে তা আমরণ সাথি হিসেবে বিদ্যমান থাকে |" "প্রেমের পরশে প্রত্যেকেই কবি হয়ে উঠে |" "চিকিৎসকেরা যে ভুল করেন তা হল তারা মনের চিকিৎসা না করে শরীর সারাতে চান |যদিও মন আর শরীর অবিচ্ছেদ্য তাই আলাদা করে চিকিৎসা করা উচিত নয় |" "বুদ্ধিমান লোক জরুরী কাজেই তার সময় ব্যায় করে |" "যে জীবন সৎকাজে ব্যায় হয় না তাকে কিছুতেই শিষ্ট বলা চলে না |"