সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

তোমার আলোয় পৃথিবীকে আলোকিত করে

"তোমাকে ঘিরে থাকা কালো মেঘ থেকে নিষ্কৃতি লাভ করো,এরপর দেখবে তোমার নিজের আলো পূর্ণিমার পূর্ণিমার চাঁদের মতই উজ্জ্বল |"
"কৃতজ্ঞতাকে আলখাল্লা রূপে পরিধান কর, আর সেটাই তোমার জীবনকে কানায় কানায় পরিপূর্ণ করে তুলবে |"
"এমন একটি আওয়াজ আছে, যা শব্দহীন শুনে দেখো |"
" 'মৌনতায়' তোমার আত্মার স্বকীয় "গোলাপকুঞ্জ"উন্মোচিত কর |"
"যে মুহূর্তে তুমি তোমার উপর পতিত সকল বাধা বিপত্তিকে স্বীকার করে নিবে, তখন থেকেই গুপ্তদার তোমার জন্য উন্মুক্ত হয়ে যাবে |"
"কণ্ঠকে নয়, শব্দকে ধরে তোলো, মনে রেখো -ঝড় নয়, বৃষ্টিতেই ফুল বেড়ে উঠে |"
"ব্যথার উপশম ব্যথার মধ্যেই নিহিত রয়েছে |"
"যখন তুমি চিন্তিত ও উদ্বিফন থাকবে, তখন ধৈর্য্য ধরবে |ধৈর্যের চাবি সুখের দরজা খুলে দেয় |"
"আমাদের মধ্যে এক অদৃশ্য শক্তি লুকিয়ে আছে |এটা যখন দুটো বিপরীতমুখী বাসনার উপলব্ধি প্রকাশ করে, তখন তা শক্তিশালী হতে থাকে |"


"যত বেশি নীরব হবে, ততো বেশি শুনতে পাবে|"
"যদি আলো থাকে তোমার হৃদয়ে তাহলে ঘরের ফেরার পথ তুমি অবশ্যই খুঁজে পাবে |"
"ভোরের মৃদু হাওয়া toতোমাকে --পরশ বুলিয়ে কিছু বলে যায়, শোনার চেষ্টা করো সে কি বলতে চায় তোমাকে |দেখো আবার ঘুমিয়ে পড়ো না |"
"প্রত্যেক বৃক্ষপত্র অদৃশ্য জগতের কর্তা বহন করে |চেয়ে দেখো, প্রত্যেক পাতায় কল্যাণ রয়েছে |"
"তুমি এখনো জানো না |হ্যা, এটা তোমার আলোই, তোমার আলোই এই জগৎকে আলোকিত করে |"
"মানব কায়া অচিন্ত্য আত্মার যন্ত্রস্বরূপ |"
"নতুন কিছু তৈরি করো, নতুন কিছু বলো |তাহলে পৃথিবীটাও হবে নতুন |"
"এই পৃথিবীতে মন থেকে ফুটে আসা মিষ্টি মুখের হাসির চেয়ে মূল্যবান আমার কাছে আর কিছুই মনে হয় না ,বিশেষ করে তা যদি নিষ্পাপ শিশু থেকে আসে |"


"মৃত্যু কিছু সময়ের জন্য দূরে নিয়ে যাওয়া আর কিছুই করতে পারে না |সূর্য ডুবে যায়, চন্দ্র ও ডুবে যায় |কিন্তূ তারা চিরকালের জন্য চলে যায় না |যখন তুমি একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, যখন সবাই তোমার বিরোধী মনে হচ্ছে ,যখন তুমি অনুভব করছো তুমি আর এক মুহূর্ত সহ্য করতে পারছো না ,তখন কখনোই হাল ছেড়ে দিওনা, কারণ এইটাই হলো সেই স্থান ও সময়, যখন পুরা বিষয়টাই অন্য কিছুতে রূপান্তরিত হবে |"
"শুরুতেই তোমার মনের বিষাক্ত সাপ রুপী অহংকারকে মেরে ফেলো, এবং তাকিয়ে দেখতে থাকো, সামনে তোমার সেই সাপটাই এক সময় শক্তিশালী ড্রাগনে পরিণত হয়ে গেছে |"
"তুমি অন্তরের যত গভীরেই যাবে ততই তোমার অন্তর্দৃষ্টি স্বচ্ছ হতে থাকবে |"
"আমাদের জীবনের শক্তিশালী উপাদান নিহিত আছে হৃদয় এর ভদ্রতা ও কোমলতায় |"
"সুদিন কখনো আপনা থেকে তোমার কাছে আসবে না ,তোমাকেই নিজেই তার কাছে যেতে হবে |"

              (জালাল উদ্দিন মুহাম্মদ রুমি )


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সংখ্যায় কম হলেও বিশ্বাস ও কর্ম পরিকল্পনা থাকলে বিপ্লবে জয়ী হওয়া যায়।

"আমি ৮২ জনকে বিপ্লব শুরু করি। তা যদি আমাকে আবার করতে হয়,তবে আমি ১০ বা ১৫ জনকে নিয়ে করব এবং সম্পূর্ণ বিশ্বাস নিয়ে করব। সংখ্যায় আপনি কত কম,সেটা কোনো বিষয় নয়,যদি আপনার বিশ্বাস ও পরিকল্পনা থাকে।" "বিপ্লবের সবেচয়ে বড় উপকার হচ্ছে,আমার যৌনকর্মীরাও গ্র্যাজুয়েট। " "নিয়তি হচ্ছে যুদ্ধ, যা আমি যুক্তরাষ্ট্রের সঙ্গে করতে যাচ্ছি।" "আমার নিন্দা করুণ। এটা কোনো গুরুত্ব পাবে না। ইতিহাস আমাকে অব্যাহতি দেবে।" "কিউবার মডেল আমাদের জন্য আর কাজে আসবে না।" "৮০ বছরে পৌঁছাতে পেরে আমি সত্যি খুশি। আমি তা কখনো আশা করিনি,অন্তত এমন প্রতিবেশী পাওয়ার কথা ভাবি, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর যে প্রতিবেশী প্রতিদিন আমাকে হত্যার চেষ্টা করেছে।" (ফিদেল কাস্ত্রো)

ভীরু কাপুরুষেরা নয়, সাহসীরাই ইতিহাস রচনা করে |

"আমি সব সময় বিশ্বাস করি কাপুরুষ কখনও ইতিহাস রচনা করতে পারে না, ইতিহাস সৃষ্টি করে মানুষ, যাদের মধ্যে সাহস এবং প্রাজ্ঞতা আছে |সাহসিকতা একক, প্রাজ্ঞতা আসে অভিজ্ঞতা থেকে | "  "দ্রুত কিন্তূ কৃত্রিম আনন্দের পিছনে না ছুটে, বরং নিখাদ সাফল্য অর্জনের জন্য আরো বেশি নিবেদিত প্রাণ হও |" "প্রতিদিন সকালে এই পাঁচটি লাইন বল  (1)আমি সেরা , (2)আমি করতে পারি, (3)সৃষ্টিকর্তা সবসময় আমার সঙ্গে আছে, (4)আমি জয়ী ও (5)আজ দিনটা আমার |" "প্রশংসা করতে হবে প্রকাশ্যে কিন্তূ সমালোচনা ব্যক্তিগতভাবে |" "বিজয়ী হওয়ার সর্বোত্তম পন্থা হচ্ছে বিজয়ী হওয়ার দরকার নেই মনে করা |তুমি যখন স্বাভাবিক আর সন্দেহ মুক্ত থাকবে তখন তুমি ভালো ফলাফল করতে পারবে |" "যে অন্যদের জানে সে শিক্ষিত |কিন্তূ জ্ঞানী হল সেই ব্যক্তি যে নিজেকে জানে |জ্ঞান ছাড়া শিক্ষা কোন কাজে আসে না |" "একটা বাড়ির তুলনায় একটা দরজা অনেক ছোট |একটি দরজার তুলনায় একটি তালা অনেক ছোট, একটি চাবিকাঠি তাদের থেকেও অনেক ছোট |কিন্তূ একটি চাবিকাঠিই পারে ওই বড় বাড়িটিতে প্রবেশ করাতে |এইভাবে একটি ছোট চিন্তাশীল ...

তরুনের ধর্মই হচ্ছে নতুন কিছু করা

"নতুন কিছু করাই তরুনের ধর্ম |" "জীবনে দুটি দুঃখ আছে | একটি হল তোমার ইচ্ছা অপূর্ণ থাকা, অন্যটি হল ইচ্ছা পূর্ণ হলে আরেকটির প্রত্যাশা করা |" "প্রেম হল সিগারেটের মতো,যার শুরু হল অগ্নি দিয়ে আর শেষ পরিণতি ছাইয়েতে |" "জীবনে মাত্র দুটি ট্র্যাজেডি একটা হল আকাঙ্ক্ষা করে কিছু  না পাওয়া অন্যটি কিছু পাওয়া |" "বিদ্বান লোক বড়ই কুঁড়ে, সে পড়াশুনা করেই সময় নষ্ট করে |" "হোটেলের সেরা ব্যাপার হল-এটি নিজের ঘর নয়|" "অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে নিজেকে বরং উপযোগী করে তোলো যাতে অন্যেরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে |" "নির্বাচন যুদ্ধের মতোই ভয়াবহ |প্রথমটিতে মানুষ রক্তস্মাত হয়, আর দ্বিতীয়টিতে কাদায় মাখামাখি হয়ে যাবার মতো অবস্থা হয় |" "যখন একা থাকার অভ্যেস হয়ে যায়, ঠিক তেমনি সৃষ্টিকর্তা কিছু মানুষের সন্ধান দেন |যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাস হয়ে যায়, ঠিক তখনি আবার একা হয়ে যেতে হয় |" "আর্থিক নিরাপত্তার জন্য করা বিবাহ হচ্ছে স্রেফ আইনসঙ্গত পতিতাবৃত্তি |" "যে পারে সে করে |যে পার...