সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

মধ্যবিত্তদের জন্য শিক্ষনিয় বাণী

"মধ্যবিত্ত হয়ে জন্মানের চেয়ে ফকির হয়ে জন্মানো ভালো |ফকিরদের ফকিরদের অভিনয় করতে হয় না |কিন্তূ মধ্যবিত্তদের প্রতিনিয়ত সুখী থাকার অভিনয় করে যেতে হয় |"
"মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই ধরণীর আসল রূপ দেখতে পাই |"
'গল্প -উপন্যাস হলো অল্প বয়সী মেয়েদের মাথা খারাপের মন্ত্র |"
"মেয়েরা ব্যক্তিগত চাহিদার কাছে কখনো পরাজিত হয় না |"
"মানুষ যখন হাসে তখন তার সঙ্গে সমস্ত পৃথিবী হাসে |কিন্তূ সে যখন কাঁদে, তার সঙ্গে কেউ কাঁদে না |কাঁদতে হয় একা একা |"
"সবাই তোমারে কষ্ট দিবে, কিন্তূ তোমাকে এমন একজনকে খুঁজে নিতে হবে, যার দেয়া কষ্ট, তুমি সহ্য করতে পারবে |"
"পৃথিবীতে আসার সময় প্রতিটি মানুষই  একটি করে আলাদীনের প্রদীপ নিয়ে আসে -কিন্তূ খুব কম মানুষই সেই প্রদীপ থেকে ঘুমন্ত দৈত্যকে জাগাতে পারে |"
"ছেলের এবং মেয়ে বন্ধু হতে পারে ,কিন্তূ তারা অবশ্যই একে অপরের প্রেমে পড়বে |হয়তো খুবই অল্প সময়ের জন্য, অথবা ভুল সময়ে |কিংবা দেরিতে, আর না হয় সব সময়ের জন্য |তবে প্রেমে তারা পড়বেই |"
"আলো যেমন চারপাশ আলো করে তলে তেমনি একজন পবিত্র মানুষও চারপাশ আলো করে তুলবেই |"


"না চাইতেই যা পাওয়া যায় তা তো সব সময়ই মূল্যহীন |"
"বেঁচে থাকার মতো আনন্দ আর কিছুই নেই |কত অপূর্ব দৃশ্য চারিদিকে মন দিয়ে আমরা কখনো তা দেখি না |যখন সময় শেষ হয়ে যায়, তখনি শুধু হাহাকার হৃদয় পূর্ণ হয় |"
"মানুষ খুবই স্বাধীন প্রাণী কিন্তূ অদ্ভুত কারণে সে ভালোবাসে শিকল পরে থাকতে |"
"রুচির রহস্য khudai যেখানে খুদা নেই সেখানে রুচিও নেই |"
"সূর্যোদয় দেখতে অত্যন্ত জরুরি |এই দৃশ্যটি মানুষকে ভাবতে শিক্ষায় মন বড় করে |"
"বিলাই আর পুরুষ মানুষ এই দুই জাতের বিশ্বাস নেই |দুইটাই ছোকছোকানি জাত |"
"মেয়ে জাতটাই হচ্ছে মায়াবতীর জাত কখন যে এই মেয়েটি মায়ায় জিরিয়ে ফেলেছে নিজেই বুঝতে পারেন নি |"
"প্রিয় মুখ কিছুদিন পরপর দেখতে হয় |মানুষের মস্তিস্ক অপ্রিয়জনদের ছবি সুন্দর করে সাজিয়ে রেখে প্রিয়য়োজনদের ছবি কোনো এক বিচিত্র কারণে কখনো সাজাই না |যে জন্যে চোখ বন্ধ করে প্রিয়জনের চেহারা কখনোই মনে করা যায় না |"
"সব মানুষের জীবনেই অপূর্ণতা থাকবে |অতি পরিপূর্ণ যে মানুষ তাকে জিজ্ঞেস করলে সেও অতি দুঃখের সঙ্গে তার অপূর্ণতার কথা বলবে |অপূর্ণতা থাকে না শুধু বড় বড় সাধক অ মহা পুরুষদের |"
"লাজুক ধরণের মানুষ বেশির ভাগ সময়ই মনের কথা বলতে পারে না |মনের কথা হুরবুর করে বলতে পারে শুধুমাত্র পাগলরাই |পাগলরা মনে হয় সেই কারণেই সুখী |"



"যে একদিন পড়িয়েছে সে শিক্ষক |সারাজীবনই শিক্ষক |এবার যে একদিন চুরি করেছে সে কিন্তূ সারাজীবনই চোর নয়, তাহলে পৃথিবীর সব মানুষই চোর হতো |"
"যা পাওয়া যায় নি, তার প্রতি আমাদের আগ্রহের সীমা থাকে না |মেঘ আমরা সংস্পর্শে করতে পারি না বলেই মেঘের প্রতি আমাদের মমতার সীমা নেই |"
"কখনো কখনো তোমার মুখতা বন্ধ রাখতে হবে |গর্বিত মাথাটা নত করতে হবে এবং স্বীকার করতে হবে যে তুমি ভুল |এর অর্থ তুমি পরাজিত নাও, এর অর্থ তুমি পরিণত এবং শেষ বেলায় জয়ের হাসিটা হাসার না ত্যাগ শিকারে দৃঢ় প্রতিজ্ঞ |"
"আমাদের মধ্যে সম্মান করা এবং অসম্মানেরঅসম্মান করা দুটি প্রবণতাই প্রবলভাবে আছে |কাউকে পায়ের নিচে চেপে ধরতে আমাদের ভালো লাগে ,আবার মাথায় নিয়ে নাচানাচি করতেও ভালো লাগে |"
"বাঙালিকে বেশি প্রশংসা করতে নেই |প্রশংসা করলেই বাঙালি এক লাফে আকাশে উঠে যায় |আকাশে উঠে গেলেও ক্ষতি ছিলো না -আকাশ থেকে থু থু ফেলা শুরু করে |"

                 (হুমায়ুন আহমেদ )

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিদ্রোহীদের মাথা সবসময় উঁচু থাকে,কারণ তারা ন্যায়ের পক্ষে

"বিদ্রোহী মানে কাউকে না মানা নয় যা বুঝিনা তা মাথা উঁচু করে বুঝি না বলা |" "তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন |" "নুড়ি হাজার বছর ঝরনায় ডুবে থেকেও রস পায় না |" "আমরা সবাই পাপী ;আপন পাপের বাটখারা দিয়ে ;অন্যের পাপ মাপি !" "তোমার আমায় ভালোবাসো তাইতো আমি কবি, আমার এ রূপ সে, যে তোমার ভালোবাসার ছবি " "তুমি সুন্দর টাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ? " "ভালোবাসা দিয়ে ভালোবাসা না পেলে তার জীবন দুঃখের ও জরটার |" "ভালোবাসা যে জীবনে অপমান করে, সে জীবনে আর ভালোবাসা পায় না |" "যাকে সত্যিকার ভালোবাসা যায় ,সে অতি অপমান, আঘাত করলেও, হাজার ব্যথা দিলেও তাকে ভুলে যায় না |" "ভালোবাসার কোনো অর্থ বা পরিমান নেই |" "মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রনা যে কতো কঠিন, কত ভয়ানক তা একমাত্র ভুক্তভুগিই অনুভব করতে পারে |" "বিশ্বাস কর'ন, আমি কবি হতে আসিনি |আমি নেতা হতে আসিনি, আমি প্রেমদিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম |সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন চিরদ

সাহসীরাই বড় কাজ করে থাকে আর দুর্বলেরা করে পাপ

"সাহসী লোকেরাই কেবল বড় বড় কাজ করতে পারে |" "যে মানুষ বলে -তার আর শেখার কিছুই নেই সে আসলে মরতে বসেছে |যতদিন বেঁচে আছো -শিখতে থাক |" "জগতে পাপ বলে যদি কিছু থাকে, দুর্বলতাই হল সেই পাপ ,সর্বপ্রকার দুর্বলতা ত্যাগ কর -দুর্বলতাই মৃত্যু, দুর্বলতাই পাপ |" "কাপুরুষরাই পাপ কাজ করে, মিথ্যা কথা বলে |বীর কখনও পাপ করে না|হে বীর হৃদয় যুবকবৃন্দ -এগিয়ে যাও |লক্ষ লক্ষ মানুষ ক্রমশ ডুবছে, তাদের উদ্ধার কর |মৃত্যু না হওয়া পর্যন্ত -এটাই আমাদের মূলমন্ত্র |" "যে, অপরকে স্বাধীনতা দিতে প্রস্তুত নয়, সে কখনই স্বাধীনতা পাইবার যোগ্য নহে |দাসেরা শক্তি চায়, অপরকে দাস বানিয়ে রাখার জন্য |" "আমাদের জাতের কোনো ভরসা নেই, কোনো একটা স্বাধীন চিন্তা -কাহারও মাথায় আসে না, সেই ছেড়া কাঁথা নিয়ে টানাটানি |" "যা পারো নিজে করে যাও, কারও ওপর আশা বা ভরসা কোনোটাই করো না |" "জগতে এখন একান্ত প্রয়োজন হল চরিত্র, জগৎ এখন তাদের চায় -যাঁদের জীবন প্রেমদিপ্ত ও স্বার্থশুন্য |" "কারোর ওপর প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েকদিন থাকে কিন্তূ কাউকে ক্ষমা করার আনন্দ স

ভালোবাসা একটি গুরুতর মানসিক রোগ

"ভালোবাসা একটি গুরুতর মানসিক রোগ|" "ভালোবাসার সংস্পর্শে সবাই কবি হয়ে যায় (অন্য হৃদয়ের সাড়া পাওয়ার আগে পর্যন্ত প্রতিটি হৃদয় একটি অসম্পূর্ণ গান গেয়ে চলে |যারা গাইতে চায় তারা সব সময়ই একটি গান খুঁজে পায় |ভালোবাসার সংস্পর্শে সবাই কবি হয়ে যায় |)" "প্রেম হল মানসিক ব্যাধি |" "ভালোবাসা একটি সামরিক সমাধী  " "পাপাত্ম ঐ ব্যাক্তি যে মানুষের মন্দ কাজ প্রকাশ করে আর ভালো কাজ গোপন |" "বন্ধুদের মধ্যে সব কিছুতেই একতা থাকে |" "বন্ধুর সাথে এমন ব্যবহার কর যেন বিচারকের শরণাপন্ন হতে না হয় |" "যুবকদের তুলনায় বুড়োদের রোগ-ব্যাধি অনেক কম | কিন্তূ যা থাকে তা আমরণ সাথি হিসেবে বিদ্যমান থাকে |" "প্রেমের পরশে প্রত্যেকেই কবি হয়ে উঠে |" "চিকিৎসকেরা যে ভুল করেন তা হল তারা মনের চিকিৎসা না করে শরীর সারাতে চান |যদিও মন আর শরীর অবিচ্ছেদ্য তাই আলাদা করে চিকিৎসা করা উচিত নয় |" "বুদ্ধিমান লোক জরুরী কাজেই তার সময় ব্যায় করে |" "যে জীবন সৎকাজে ব্যায় হয় না তাকে কিছুতেই শিষ্ট বলা চলে না |"