সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সফলতা অর্জনের পদ্ধতি বা শিক্ষা

"আপনার সবচেয়ে অখুশি কাস্টমাররাই আপনার শিক্ষা নেওয়ার সবচেয়ে বড় উৎস|অর্থাৎ আপনার অসন্তুষ্ট ক্রেতাদের থেকেই আপনি শিক্ষা গ্রহণ করতে পারবেন |তাদের সকল অভিযোগই হচ্ছে :শিক্ষার মূল উৎস |"
"মানুষ সবসময় পরিবর্তনে ভয় পায় |তা আমরা দেখতে পাই, যখন বিদ্যুৎ আবিষ্কার হয় ,তখন মানুষ বিদ্যুৎ ব্যাবহারে ভয় পেয়েছে |তারা কয়লা এবং গ্যাস চালিত ইঞ্জিন ব্যবহারের ক্ষেত্রেও ভয় করতো |"
"যারা অজ্ঞ থেকেছে তারা সব সময় নতুনকে বরন করে নিতে ভয় পেয়েছে |একটু সরাসরি বলতে গেলে,অজ্ঞতাই ভয়ের জন্ম দেয় |"
"আমাদের জন্য সফলতা প্রথম মূলমন্ত্র হলো :সব সময় খুব চৌকস ব্যক্তিদেরই কাজে নিয়ে আসুন |আমরা যদি উপযুক্ত ব্যক্তিদের নিয়োগ করে পূর্ণ গতিতে সামনের দিকে এগিয়ে যেতে উদ্দেশ্য উদ্ভুদ্ধ করতে না পারি ,তাহলে পেছনে পড়ে থাকাটাই হবে অনিবার্য পরিণতি |বদৌলতে কোম্পানি বড় জোর মাঝারি বা নয় ভালো, নয় খারাপ অবস্থাতেই থেকে যাবে |"
"আমরা যদি পরবর্তী শতাব্দীর কথা চিন্তা করি, তবে তারাই নেতা হবে যারা অন্যদের ক্ষমতায়ন করে |"


"আমাদের এমন কিছু মানুষ প্রয়োজন যারা আমাদেরকে তাদের মতামত জানাবে, এভাবেই আমরা উন্নতি করতে পারবো |"
"সবচেয়ে অসুখী মানুষের প্রতি লক্ষ করুণ, অনেক কিছু শিখতে পারবেন |"
"আমাদের প্রচুর টাকা ঢালতে হবে আমাদের স্বভাবের পিছনে, যদি তা আমরা বদলাতে চাই|"
"একটি নির্দিষ্ট, সময়ে গিয়ে অর্থের কোনো উপযোগিতা আমার কাছে নেই |একটি সংস্থা গঠন এবং তা থেকে প্রাপ্ত সম্পদ বিশ্বের দারিদ্রতম স্থানে প্রদান করাতেই এর উপযোগিতা নিহিত |"
"মেয়েদের পিছে না ঘুরে পড়াশুনার পিছে ঘুরো, সময় হলে শুধু মেয়ে না মেয়ের মা -বাও তোমার পিছে ঘুরবে |"
"পৃথিবী পরিবর্তন করে ফেলতে চাইলে বিয়ের আগে করো |বিয়ের পর পৃথিবী পরিবর্তন তো পরের কথা টিভির চ্যানেলই পরিবর্তন করতে পারবে না |"
"যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে 'তুমি কে? ;
কিন্তূ যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে 'তুমি কে? "


"একবার পরীক্ষায় কয়েকটা বিষয়ে আমি ফেল করেছিলাম কিন্তূ আমার বন্ধু সব বিষয়েই পাশ করে |এখন সে মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার আর আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা|"
"আপনি যদি গরীব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তূ যদি গরীব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ |"
"সাফল্য একটি পড়িপূর্ণ শিক্ষক |এটি স্মার্ট মানুষের চিন্তার তারা কখনো ব্যর্থ হবে না একটি ঢুকিয়ে দেয় |"
"আপনি যদি কোনো কিছু ভালো করতে না পারেন অন্তত চেষ্টা করুণ |"
"আমি বিশ্বাস করি যে, আপনি যদি মানুষের সমস্যা দেখান এবং তার সমাধানও দেখান মানুষ স্থানান্তর হবে |"
"আমি কোনো কাজ করার জন্য সবসময় একজন অলস ব্যক্তিকে পছন্দ করবো, কারণ সে ওই কাজটি করার একটি সহজ উপায় বের করবো|"

                          (বিল গেইটস )


মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সংখ্যায় কম হলেও বিশ্বাস ও কর্ম পরিকল্পনা থাকলে বিপ্লবে জয়ী হওয়া যায়।

"আমি ৮২ জনকে বিপ্লব শুরু করি। তা যদি আমাকে আবার করতে হয়,তবে আমি ১০ বা ১৫ জনকে নিয়ে করব এবং সম্পূর্ণ বিশ্বাস নিয়ে করব। সংখ্যায় আপনি কত কম,সেটা কোনো বিষয় নয়,যদি আপনার বিশ্বাস ও পরিকল্পনা থাকে।" "বিপ্লবের সবেচয়ে বড় উপকার হচ্ছে,আমার যৌনকর্মীরাও গ্র্যাজুয়েট। " "নিয়তি হচ্ছে যুদ্ধ, যা আমি যুক্তরাষ্ট্রের সঙ্গে করতে যাচ্ছি।" "আমার নিন্দা করুণ। এটা কোনো গুরুত্ব পাবে না। ইতিহাস আমাকে অব্যাহতি দেবে।" "কিউবার মডেল আমাদের জন্য আর কাজে আসবে না।" "৮০ বছরে পৌঁছাতে পেরে আমি সত্যি খুশি। আমি তা কখনো আশা করিনি,অন্তত এমন প্রতিবেশী পাওয়ার কথা ভাবি, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর যে প্রতিবেশী প্রতিদিন আমাকে হত্যার চেষ্টা করেছে।" (ফিদেল কাস্ত্রো)

তরুনের ধর্মই হচ্ছে নতুন কিছু করা

"নতুন কিছু করাই তরুনের ধর্ম |" "জীবনে দুটি দুঃখ আছে | একটি হল তোমার ইচ্ছা অপূর্ণ থাকা, অন্যটি হল ইচ্ছা পূর্ণ হলে আরেকটির প্রত্যাশা করা |" "প্রেম হল সিগারেটের মতো,যার শুরু হল অগ্নি দিয়ে আর শেষ পরিণতি ছাইয়েতে |" "জীবনে মাত্র দুটি ট্র্যাজেডি একটা হল আকাঙ্ক্ষা করে কিছু  না পাওয়া অন্যটি কিছু পাওয়া |" "বিদ্বান লোক বড়ই কুঁড়ে, সে পড়াশুনা করেই সময় নষ্ট করে |" "হোটেলের সেরা ব্যাপার হল-এটি নিজের ঘর নয়|" "অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে নিজেকে বরং উপযোগী করে তোলো যাতে অন্যেরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে |" "নির্বাচন যুদ্ধের মতোই ভয়াবহ |প্রথমটিতে মানুষ রক্তস্মাত হয়, আর দ্বিতীয়টিতে কাদায় মাখামাখি হয়ে যাবার মতো অবস্থা হয় |" "যখন একা থাকার অভ্যেস হয়ে যায়, ঠিক তেমনি সৃষ্টিকর্তা কিছু মানুষের সন্ধান দেন |যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাস হয়ে যায়, ঠিক তখনি আবার একা হয়ে যেতে হয় |" "আর্থিক নিরাপত্তার জন্য করা বিবাহ হচ্ছে স্রেফ আইনসঙ্গত পতিতাবৃত্তি |" "যে পারে সে করে |যে পার...

মানুষের বিচার করতে হলে চরিত্র দেখে করা উচিত, গায়ের রং দেখে নয়

"আমার স্বপ্ন আমার চারতে ছেলে একই দেশে বাস করবে, যেখানে গায়ের রং দেখে নয়, চরিত্র দেখে মানুষের বিচার হবে |" "সবকিছুর শেষে আমরা আমাদের শত্রুদের কথা মনে রাখবো না,কিন্তূ বন্ধুর নীরবতা মনে রাখবো|" "মানুষের অগ্রগতি স্বয়ংক্রিয় বা অনিবার্য নয়-বিচারের জন্য প্রতিটি পদক্ষেপ আত্মত্যাগ, আত্মহুতি ও দুঃখ -সংগ্রামের প্রয়োজন |" "আমাদের সীমিত হতাশা স্বীকার করতে,কিন্তূ অসীম আশা হারাবেন না |" "অন্ধকার, অন্ধকারকে দূর করতে পারে না, তার জন্য আলোর প্রয়োজন তেমনি ঘৃণাকে ঘৃণা দ্বারা দূর করা যাবে না, তার জন্য ভালোবাসা দরকার|" "যেকোনো জায়গায় অবিচারই, সর্বদা ন্যায়বিচারের জন্য হুমকি |" "ভালোবাসাই একমাত্র শক্তি যা শত্রুকে বন্ধু করতে পারে |" "স্বাধীনতা কখনও স্বেচ্ছায় নিপীড়িত ব্যক্তি দ্বারা দেওয়া হয় না, এটা নিপীড়িতদের দ্বারা দামী করা আবশ্যক |" "আমাদের ভাইদের মতো একসাথে থাকতে বা বোকাদের মতো একসাথে থাকতে শিখতে হবে|" "আমরা সবাই আলাদা আলাদা জাহাজে আসতে পারি ,কিন্তূ আমরা এখন নৌকায় আছি |" "যদি উড়তে না পার, তবে...