সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

নারী-পুরুষ সমান মর্যাদার অধিকারী

"আমার চক্ষে পুরুষ -রমণী কোনো ভেদাভেদ নাই!
বিশ্বে যা -কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর |"
"আমার যাবার সময় হল দাও বিদায় মোছ আঁখি দুয়ার খোল দাও বিদায় |"
"হিন্দু না ওরা মুসলিম এই জিজ্ঞাসে কোন জন হে, কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মা'র |"
"নামাজ পড় ,রোজা রাখ, কলমা পড় ভাই, তোর আখেরের কাজ করে নে সময় যে আর নাই |"
"কোনকালে একা হয়নিকো জয়ী, পুরুষের তরবারী ;প্রেরণা দিয়েছে, শক্তি দিয়াছে, বিজয়ালক্ষী নারী |"
"বল বীর -বল উন্নত মম শির !শির নেহারী আমারি নতশির ওই শিখর হিমাদ্রীর |"
"প্রেম হল ধীর প্রশান্ত ও চিরন্তন |"
"বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে -বিবি তালাকের ফতোয়া খুঁজেছি, ফিকাহ ও হাদিস চষে |"
"শুন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাঁঙ্গিছ গড়িছ নীতি ক্ষনে ক্ষনে নির্জনে প্রভু নির্জনে খেলিছো |"



"আসিবে তুমি জানি প্রিয় আনন্দে বনে বসন্ত এলো ভুবন হল সারসা, প্রিয় -দর্শা, মনোহর | বানানতে পবন অশান্ত হল তাই কোকিল কুহরে, ঝরে গিরি নির্ঝরিণী ঝর ঝর |"
"আমি বন্ধনহারা কুমারীর বেণী ,তন্বী নয়নে বহ্নি, আমি ষোড়শীর হৃদি -সরসিজ প্রেম উদ্দাম, আমি ধন্নি |"
"ফুটবে আবার দোলন চাপা ,চৈতি রাতের চাঁদনী আকাশ ছাওয়া তারায় তারায় বুজবে আমার কাঁদনি চৈতি রাতের চাঁদনী 'ঋতুর'পরে ফিরবে ঋতু |"
"অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যেকে অস্বীকার করে ফেলা হয় |ওতে মানুষকে ক্রমেই ছোট করে ফেলে, মাথা নিচু করে আনে ও রকম বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক ভালো |"
"অন্ধের মতো কিছু না বুঝিয়া, না শুনিয়া, ভেড়ার মতো পেছন করিয়া চলিও না |নিজের বুদ্ধি নিজের কার্যশক্তিকে আগাইয়া তোলে|"
"মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই যেন গোরে থেকেও মোয়াজ্জিনের আজান শুনতে পাই|"



"কোনোকালে একা হয়নিকো জয়ী ,পুরুষের তরবারী ;প্রেরণা দিয়েছে ,শক্তি দিয়েছে, বিজয়ালক্ষী নারী |"
"খেলিছি এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে |প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নির্জনে প্রভু নিরজনে|"
"আমি বন্ধনহারা কুমারীর বেনী,তন্বী নয়নে বহ্নি,আমি ষোড়শীর হৃদি -সরসিজ প্রেম উদ্দাম, আমি ধন্নি |"
"খেলে চঞ্চলা বরষা-কালিমা মেঘের এলোকেশে ওড়ে পুবালি বায় দোলে গলায় বলাকার মালিকা|"
"তোমার প্রেমের বন্যায় বধু হায় দুই কুল আমার ভাঙ্গিয়া ভাঙ্গিয়া যায় |"
"আমার বুঁকের যে কাঁটা ঘা,তোমার ব্যথা হানতো সেই আঘাতই যাচবে আবার হয়তো হয়ে শ্রান্ত আসব তখন পন্থি, হয়তো তখন আমার কোলে সোহাগ লোভে পড়তে ঢোলে আপনি সেদিন সেধে -কেঁদে চাপতে বুকে বাহুর বেঁধে চরম চুমে পুজঁবে বুঝবে সেদিন বুঝবে |"

             (কাজী নজরুল ইসলাম )

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সংখ্যায় কম হলেও বিশ্বাস ও কর্ম পরিকল্পনা থাকলে বিপ্লবে জয়ী হওয়া যায়।

"আমি ৮২ জনকে বিপ্লব শুরু করি। তা যদি আমাকে আবার করতে হয়,তবে আমি ১০ বা ১৫ জনকে নিয়ে করব এবং সম্পূর্ণ বিশ্বাস নিয়ে করব। সংখ্যায় আপনি কত কম,সেটা কোনো বিষয় নয়,যদি আপনার বিশ্বাস ও পরিকল্পনা থাকে।" "বিপ্লবের সবেচয়ে বড় উপকার হচ্ছে,আমার যৌনকর্মীরাও গ্র্যাজুয়েট। " "নিয়তি হচ্ছে যুদ্ধ, যা আমি যুক্তরাষ্ট্রের সঙ্গে করতে যাচ্ছি।" "আমার নিন্দা করুণ। এটা কোনো গুরুত্ব পাবে না। ইতিহাস আমাকে অব্যাহতি দেবে।" "কিউবার মডেল আমাদের জন্য আর কাজে আসবে না।" "৮০ বছরে পৌঁছাতে পেরে আমি সত্যি খুশি। আমি তা কখনো আশা করিনি,অন্তত এমন প্রতিবেশী পাওয়ার কথা ভাবি, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর যে প্রতিবেশী প্রতিদিন আমাকে হত্যার চেষ্টা করেছে।" (ফিদেল কাস্ত্রো)

তরুনের ধর্মই হচ্ছে নতুন কিছু করা

"নতুন কিছু করাই তরুনের ধর্ম |" "জীবনে দুটি দুঃখ আছে | একটি হল তোমার ইচ্ছা অপূর্ণ থাকা, অন্যটি হল ইচ্ছা পূর্ণ হলে আরেকটির প্রত্যাশা করা |" "প্রেম হল সিগারেটের মতো,যার শুরু হল অগ্নি দিয়ে আর শেষ পরিণতি ছাইয়েতে |" "জীবনে মাত্র দুটি ট্র্যাজেডি একটা হল আকাঙ্ক্ষা করে কিছু  না পাওয়া অন্যটি কিছু পাওয়া |" "বিদ্বান লোক বড়ই কুঁড়ে, সে পড়াশুনা করেই সময় নষ্ট করে |" "হোটেলের সেরা ব্যাপার হল-এটি নিজের ঘর নয়|" "অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে নিজেকে বরং উপযোগী করে তোলো যাতে অন্যেরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে |" "নির্বাচন যুদ্ধের মতোই ভয়াবহ |প্রথমটিতে মানুষ রক্তস্মাত হয়, আর দ্বিতীয়টিতে কাদায় মাখামাখি হয়ে যাবার মতো অবস্থা হয় |" "যখন একা থাকার অভ্যেস হয়ে যায়, ঠিক তেমনি সৃষ্টিকর্তা কিছু মানুষের সন্ধান দেন |যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাস হয়ে যায়, ঠিক তখনি আবার একা হয়ে যেতে হয় |" "আর্থিক নিরাপত্তার জন্য করা বিবাহ হচ্ছে স্রেফ আইনসঙ্গত পতিতাবৃত্তি |" "যে পারে সে করে |যে পার...

মানুষের বিচার করতে হলে চরিত্র দেখে করা উচিত, গায়ের রং দেখে নয়

"আমার স্বপ্ন আমার চারতে ছেলে একই দেশে বাস করবে, যেখানে গায়ের রং দেখে নয়, চরিত্র দেখে মানুষের বিচার হবে |" "সবকিছুর শেষে আমরা আমাদের শত্রুদের কথা মনে রাখবো না,কিন্তূ বন্ধুর নীরবতা মনে রাখবো|" "মানুষের অগ্রগতি স্বয়ংক্রিয় বা অনিবার্য নয়-বিচারের জন্য প্রতিটি পদক্ষেপ আত্মত্যাগ, আত্মহুতি ও দুঃখ -সংগ্রামের প্রয়োজন |" "আমাদের সীমিত হতাশা স্বীকার করতে,কিন্তূ অসীম আশা হারাবেন না |" "অন্ধকার, অন্ধকারকে দূর করতে পারে না, তার জন্য আলোর প্রয়োজন তেমনি ঘৃণাকে ঘৃণা দ্বারা দূর করা যাবে না, তার জন্য ভালোবাসা দরকার|" "যেকোনো জায়গায় অবিচারই, সর্বদা ন্যায়বিচারের জন্য হুমকি |" "ভালোবাসাই একমাত্র শক্তি যা শত্রুকে বন্ধু করতে পারে |" "স্বাধীনতা কখনও স্বেচ্ছায় নিপীড়িত ব্যক্তি দ্বারা দেওয়া হয় না, এটা নিপীড়িতদের দ্বারা দামী করা আবশ্যক |" "আমাদের ভাইদের মতো একসাথে থাকতে বা বোকাদের মতো একসাথে থাকতে শিখতে হবে|" "আমরা সবাই আলাদা আলাদা জাহাজে আসতে পারি ,কিন্তূ আমরা এখন নৌকায় আছি |" "যদি উড়তে না পার, তবে...