"হ্যাঁ এবং না কথা দুটো সবেচয়ে পুরনো এবং সবচেয়ে
ছোট। কিন্ত এ কথা দুটো বলতেই বেশী ভাবতে হয়।"
"মেয়েদের চোঁখে দুই রকমের অশ্রু থাকে,একটি
দুঃখের অপরটি ছলনার। "
"আমাদের জীবন আমাদের ইচ্ছার উপর নয়
আমাদের কর্মের উপর দন্ডায়মা। "
"সবকিছুর উপরে নিজেকে শ্রদ্ধা।"
"যত তাড়াতাড়ি আইন পুরুষদের জন্য প্রয়োজন হয়,
তারা আর স্বাধীনতার জন্য উপযুক্ত হয় না।"
"উদ্বেগ আমাদের কর্ম সঞ্চালনে উচিত এবং বিষন্নতা না।
কোন মানুষই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না।"
(পিথাগোরাস)
"আমি ৮২ জনকে বিপ্লব শুরু করি। তা যদি আমাকে আবার করতে হয়,তবে আমি ১০ বা ১৫ জনকে নিয়ে করব এবং সম্পূর্ণ বিশ্বাস নিয়ে করব। সংখ্যায় আপনি কত কম,সেটা কোনো বিষয় নয়,যদি আপনার বিশ্বাস ও পরিকল্পনা থাকে।" "বিপ্লবের সবেচয়ে বড় উপকার হচ্ছে,আমার যৌনকর্মীরাও গ্র্যাজুয়েট। " "নিয়তি হচ্ছে যুদ্ধ, যা আমি যুক্তরাষ্ট্রের সঙ্গে করতে যাচ্ছি।" "আমার নিন্দা করুণ। এটা কোনো গুরুত্ব পাবে না। ইতিহাস আমাকে অব্যাহতি দেবে।" "কিউবার মডেল আমাদের জন্য আর কাজে আসবে না।" "৮০ বছরে পৌঁছাতে পেরে আমি সত্যি খুশি। আমি তা কখনো আশা করিনি,অন্তত এমন প্রতিবেশী পাওয়ার কথা ভাবি, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর যে প্রতিবেশী প্রতিদিন আমাকে হত্যার চেষ্টা করেছে।" (ফিদেল কাস্ত্রো)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন