আহার কর ---পরিমিত; ধ্যান কর--নিয়মিত
বই পড়--মনোযোগ দিয়ে; ব্যায়াম কর--নিয়মিত ভাবে
চিন্তা কর--গভীর ভাবে ; পরিকল্পনা কর--দূরদৃষ্টির সাথে
সেবা কর--তৎপরতার সাথে; দান কর--নিরলিপ্ত ভাবে
ভালোবাসো নিঃসারথভাবে; ব্যায় কর--বিবেচনার সাথে
তর্ক কর--যুক্তির সাথে ; কথা বল--- সংক্ষেপে
কাজ কর--নিরভীক ভাবে; এগিয়ে চল--সত্য ও ভালোবাসায়
নিয়ে
(স্বামী বিবেকানন্দ)
"আমি ৮২ জনকে বিপ্লব শুরু করি। তা যদি আমাকে আবার করতে হয়,তবে আমি ১০ বা ১৫ জনকে নিয়ে করব এবং সম্পূর্ণ বিশ্বাস নিয়ে করব। সংখ্যায় আপনি কত কম,সেটা কোনো বিষয় নয়,যদি আপনার বিশ্বাস ও পরিকল্পনা থাকে।" "বিপ্লবের সবেচয়ে বড় উপকার হচ্ছে,আমার যৌনকর্মীরাও গ্র্যাজুয়েট। " "নিয়তি হচ্ছে যুদ্ধ, যা আমি যুক্তরাষ্ট্রের সঙ্গে করতে যাচ্ছি।" "আমার নিন্দা করুণ। এটা কোনো গুরুত্ব পাবে না। ইতিহাস আমাকে অব্যাহতি দেবে।" "কিউবার মডেল আমাদের জন্য আর কাজে আসবে না।" "৮০ বছরে পৌঁছাতে পেরে আমি সত্যি খুশি। আমি তা কখনো আশা করিনি,অন্তত এমন প্রতিবেশী পাওয়ার কথা ভাবি, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর যে প্রতিবেশী প্রতিদিন আমাকে হত্যার চেষ্টা করেছে।" (ফিদেল কাস্ত্রো)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন