সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পবিত্র কুরআন অনুসরণ, অনুকরণ করলেই পরকালে মুক্তি মিলবে

"কুরআন পরিবারের লোকেরা আল্লাহর পরিবার এবং তার বিশেষ লোক |"
"তোমরা আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরো |এর হালালকে হালাল বলে গ্রহণ করো এবং এর হারামকে হারাম বলে বর্জন করো |"
"যে আল্লাহর কিতাবের পথ ধরে সে দুনিয়াতে বিপথগামী হয় না এবং পরকালে হয় না দুর্ভাগ্য |"
"আমার উম্মতের সম্মানিত লোক হলো :কুরআনের বাহক আর রাতের সাথীরা |"
"সর্বোত্তম পদ্ধতি হচ্ছে :মুহাম্মদ (সা:) প্রদর্শিত পদ্ধতি |"
"যে আমার আনুগত্য করলো, সে আল্লাহর আনুগত্য করলো |"
"যে আমাকে অমান্য করলো, সে আল্লাহকে অমান্য করলো |"
"যে আমার সুন্নতকে ভালোবাসলো, সে আমাকে ভালোবাসলো |"
"যে আমার সুন্নত থেকে বিমুখ হলো, সে আমার লোক নয় |"
"আমি আল্লাহর কাছে শেষ নবী হিসেবে লিখিত আছি |"


"কাজ নির্ভর করে নিয়তের উপর --খেয়াল করুন:নিয়ত মানে --উদেশ্য, সংকল্প, ইচ্ছা,কোনো নির্দিষ্ট কাজ করার সিদ্ধান্ত নেয়া |
'কাজ নির্ভর করে নিয়তের উপর 'মানে কাজের পেছনে মানুষের যে উদ্দেশ্য, সংকল্প বা সিদ্ধান্ত থাকে, তার ভিত্তিতেই সে ফল ও পুরস্কার লাভ করবে |"
"প্রত্যেক ব্যক্তি তার কাজের সেই ফলই পাবে, যা সে নিয়ত করেছে |"
"আল্লাহ তোমাদের চেহারা সুরত ও ধনসম্পদ দেখবেন না, তিনি দেখবেন তোমাদের অন্তরও কাজ |
খেয়াল করুন এখানে অন্তর মানে --উদেশ্য, লক্ষ বা নিয়ত |এই তিনটি হাদীস থেকে আমরা মানব জীবনের উদেশ্য ও লক্ষ বা নিয়তের গুরুত্ব জানতে পারলাম |সুতরাং আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই যাবতীয় কাজ করা উচিৎ |"
"মহত চরিত্রের পূর্ণতা দানের জন্যে আমার আগমন |
শব্দার্থ :'আখলাকুল' ও 'খুলুকুন' মানে --নৈতিক চরিত্র ব্যবহার, আচার আচরণ |"


"উত্তম চরিত্রের চাইতে বড় মর্যাদা আর নেই |"
"ঈমানের পূর্ণতা লাভকারী মুমিন তারা, যাঁদের নৈতিক চরিত্র সর্বোত্তম |"
"তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারা ,যাঁদের আচার -ব্যবহার সবচেয়ে ভালো |"
"আল্লাহর নবীর চরিত্র ছিলো ঠিক কুরআনের মতো |"
"দীন খুব সহজ | ব্যাখ্যা :দীন মানে --জীবন যাপন পদ্ধতি |এখানে দীন মানে দীন ইসলাম |অর্থাৎ ইসলামের জীবন যাপন পদ্ধতি খুব সহজ |"
"দীন হলো --কল্যাণ কামনা |
খেয়াল করুন :দীন ইসলামের মূল কথা হলো, নিজের এবং সকল মানুষের দুনিয়াবী ও পরকালীন কল্যাণ চাওয়া |"
"আল্লাহর যার ভালো চান, তাকে দীনের সঠিক জ্ঞান দান করেন |"
"জ্ঞানের মাথা হলো আল্লাহকে ভয় করা |
ব্যাখ্যা :অর্থাৎ যে আল্লাহকে ভয় করে সেই সবচেয়ে বড় জ্ঞানী |"

                  {(হযরত মুহাম্মদ (সা :)}

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সংখ্যায় কম হলেও বিশ্বাস ও কর্ম পরিকল্পনা থাকলে বিপ্লবে জয়ী হওয়া যায়।

"আমি ৮২ জনকে বিপ্লব শুরু করি। তা যদি আমাকে আবার করতে হয়,তবে আমি ১০ বা ১৫ জনকে নিয়ে করব এবং সম্পূর্ণ বিশ্বাস নিয়ে করব। সংখ্যায় আপনি কত কম,সেটা কোনো বিষয় নয়,যদি আপনার বিশ্বাস ও পরিকল্পনা থাকে।" "বিপ্লবের সবেচয়ে বড় উপকার হচ্ছে,আমার যৌনকর্মীরাও গ্র্যাজুয়েট। " "নিয়তি হচ্ছে যুদ্ধ, যা আমি যুক্তরাষ্ট্রের সঙ্গে করতে যাচ্ছি।" "আমার নিন্দা করুণ। এটা কোনো গুরুত্ব পাবে না। ইতিহাস আমাকে অব্যাহতি দেবে।" "কিউবার মডেল আমাদের জন্য আর কাজে আসবে না।" "৮০ বছরে পৌঁছাতে পেরে আমি সত্যি খুশি। আমি তা কখনো আশা করিনি,অন্তত এমন প্রতিবেশী পাওয়ার কথা ভাবি, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর যে প্রতিবেশী প্রতিদিন আমাকে হত্যার চেষ্টা করেছে।" (ফিদেল কাস্ত্রো)

তরুনের ধর্মই হচ্ছে নতুন কিছু করা

"নতুন কিছু করাই তরুনের ধর্ম |" "জীবনে দুটি দুঃখ আছে | একটি হল তোমার ইচ্ছা অপূর্ণ থাকা, অন্যটি হল ইচ্ছা পূর্ণ হলে আরেকটির প্রত্যাশা করা |" "প্রেম হল সিগারেটের মতো,যার শুরু হল অগ্নি দিয়ে আর শেষ পরিণতি ছাইয়েতে |" "জীবনে মাত্র দুটি ট্র্যাজেডি একটা হল আকাঙ্ক্ষা করে কিছু  না পাওয়া অন্যটি কিছু পাওয়া |" "বিদ্বান লোক বড়ই কুঁড়ে, সে পড়াশুনা করেই সময় নষ্ট করে |" "হোটেলের সেরা ব্যাপার হল-এটি নিজের ঘর নয়|" "অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে নিজেকে বরং উপযোগী করে তোলো যাতে অন্যেরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে |" "নির্বাচন যুদ্ধের মতোই ভয়াবহ |প্রথমটিতে মানুষ রক্তস্মাত হয়, আর দ্বিতীয়টিতে কাদায় মাখামাখি হয়ে যাবার মতো অবস্থা হয় |" "যখন একা থাকার অভ্যেস হয়ে যায়, ঠিক তেমনি সৃষ্টিকর্তা কিছু মানুষের সন্ধান দেন |যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাস হয়ে যায়, ঠিক তখনি আবার একা হয়ে যেতে হয় |" "আর্থিক নিরাপত্তার জন্য করা বিবাহ হচ্ছে স্রেফ আইনসঙ্গত পতিতাবৃত্তি |" "যে পারে সে করে |যে পার...

মানুষের বিচার করতে হলে চরিত্র দেখে করা উচিত, গায়ের রং দেখে নয়

"আমার স্বপ্ন আমার চারতে ছেলে একই দেশে বাস করবে, যেখানে গায়ের রং দেখে নয়, চরিত্র দেখে মানুষের বিচার হবে |" "সবকিছুর শেষে আমরা আমাদের শত্রুদের কথা মনে রাখবো না,কিন্তূ বন্ধুর নীরবতা মনে রাখবো|" "মানুষের অগ্রগতি স্বয়ংক্রিয় বা অনিবার্য নয়-বিচারের জন্য প্রতিটি পদক্ষেপ আত্মত্যাগ, আত্মহুতি ও দুঃখ -সংগ্রামের প্রয়োজন |" "আমাদের সীমিত হতাশা স্বীকার করতে,কিন্তূ অসীম আশা হারাবেন না |" "অন্ধকার, অন্ধকারকে দূর করতে পারে না, তার জন্য আলোর প্রয়োজন তেমনি ঘৃণাকে ঘৃণা দ্বারা দূর করা যাবে না, তার জন্য ভালোবাসা দরকার|" "যেকোনো জায়গায় অবিচারই, সর্বদা ন্যায়বিচারের জন্য হুমকি |" "ভালোবাসাই একমাত্র শক্তি যা শত্রুকে বন্ধু করতে পারে |" "স্বাধীনতা কখনও স্বেচ্ছায় নিপীড়িত ব্যক্তি দ্বারা দেওয়া হয় না, এটা নিপীড়িতদের দ্বারা দামী করা আবশ্যক |" "আমাদের ভাইদের মতো একসাথে থাকতে বা বোকাদের মতো একসাথে থাকতে শিখতে হবে|" "আমরা সবাই আলাদা আলাদা জাহাজে আসতে পারি ,কিন্তূ আমরা এখন নৌকায় আছি |" "যদি উড়তে না পার, তবে...